ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

এক বোতল পানির দাম ৮০ লাখ টাকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩২, ২২ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৫:০৯, ২৫ সেপ্টেম্বর ২০১৭

কোনো কিছুর দাম কমলে ‘পানির দর’ কথাটি আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। কিন্তু এক বোতল পানির মূল্য যদি ৮০ লাখ টাকা হয় তাহলে কথাটির গুরুত্ব হারিয়ে যায়।

অবিশ্বাস্য হলেও এমন বোতলই বানিয়েছে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলস ড্রিংক কোম্পানি। ২০১৮ সালের মাঝামাঝি এমন বোতল নাকি বিভিন্ন দেশের বাজারেও পাওয়া যাবে।

আকাশছোঁয়া দামের এই বোতলের ব্র্যান্ড ‘বেভারলি হিলস ৯০এইচ২০’।

এই বোতলের নকশা বানিয়েছেন বিশ্বের নামকরা এক স্বর্ণশিল্পী। কিন্তু প্রশ্ন হলো, বোতলের বিশেষত্ব কী? গণমাধ্যমের খবর অনুযায়ী, ওই বোতলের ঢাকনা তৈরি হয়েছে ২৫০টি সাদা ও কালো হীরের টুকরো দিয়ে। বোতলগুলো যে কেসে থাকবে, তাতে অতি দামি ক্রিস্টালের উপস্থিতি সবারই নজর কাড়বে।

এবার আসা যাক বোতলের পানির বিষয়ে। সাদার্ন ক্যালিফোর্নিয়ার পাহাড়ের পাঁচ হাজার ফুট উচ্চতা থেকে সংগৃহীত পানি থাকবে ওই বোতলে,যা খাদ্যগুণ এবং খনিজসমৃদ্ধ। বেভারলি হিলস ড্রিংক কোম্পানির প্রেসিডেন্ট জোন গ্লাকের কথায়, ‘ওই পানি রেশমের মতো মোলায়েম এবং অত্যন্ত হালকা।’

২০১৮ সালে এ পানির বোতল বিভিন্ন দেশের বাজারে ছাড়া হবে। তবে ৮০ লাখ টাকা দিয়ে এক বোতল পানি কে কিনবে, সেটাই ভাবাচ্ছে সবাইকে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

এম/ডব্লিউএন

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি