ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ কমেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ৪ জুন ২০১৭ | আপডেট: ১৬:২৮, ৪ জুন ২০১৭

সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।
রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৬০টির, আর ৫৩টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৪৬০ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৫ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২১৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ৯১টির, আর ৩২টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ২৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।    


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি