ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ১৯ মে ২০২১

চিকিৎসক নিয়োগে ৪২তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা (ভাইভা) পিছিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধিনিষেধের কারণে ৪২তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ২২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় ঘোষণা করা হলেও তা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধিনিষেধ শিথিল হওয়ার পর স্বল্প সময়ে মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে অথবা প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

গত ৫ মে এক বিজ্ঞপ্তিতে ৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

পূর্ব ঘোষণা অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা আগামী ২৩ মে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলার কথা ছিল।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি