ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

‘জুনিয়র শিল্পীরা সম্মান দিতে চায় না’  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৮, ১২ জুলাই ২০১৮ | আপডেট: ২৩:২০, ১২ জুলাই ২০১৮

একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা নূতন বলেছেন, ‘এখনকার জুনিয়র শিল্পীরা আমাদেরকে সম্মান দিতে চায় না। তারা পায়ের ওপর পা তুলে বসে থাকে। অথচ চলচ্চিত্র শিল্পী হিসেবে এখনো সারা দেশের মানুষ আমাকে চেনে এবং সম্মান করে। সেই শৈশব থেকে চলচ্চিত্রের সঙ্গে আছি। জীবনের পুরোটা সময় কাটিয়েছি এই জগতে। কিন্তু কী পেলাম? এফডিসিতে কোনো অনুষ্ঠান হলে এখন দাওয়াতও পাই না।’     

এফডিসিতে অনুষ্ঠিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় নূতন এসব কথা বলেন। এই স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি।  

উক্ত আলোচনাসভায় নায়ক আলমগীর বলেন, ‘বাবু আর আমার সম্পর্কটা ছিল ভাই বন্ধুর মতো।আমরা শুটিং শেষ করে কিছুটা বিশ্রাম নিয়ে রাত ৮টার দিকে আড্ডা দিতাম। ঠিক এই সময় বাসায় গিয়ে উপস্থিত হতো আমির হোসেন বাবু। যেন আমরা একটা পরিবার। আমি এ পর্যন্ত যতগুলো গানে অভিনয় করেছি, তার নব্বই ভাগ কাজ করেছি বাবুর সঙ্গে। অনেক ফ্যাশন সচেতন ছিল বাবু। এমন হয়েছে যে তার একটি পোশাক আমার পছন্দ হয়েছে, সেটি পরে আমি শট দিয়েছি। সম্পর্কটা শুধু বাবুর সঙ্গে ছিল না, ছিল পরিবারের সঙ্গে, যা এখনো রয়েছে। বাবুর মৃত্যুর পর একদিন বাবুর ছোট বোন ডলি এসে বলল, বাবু ভাই নেই তো কী হয়েছে। আজ থেকে আপনি আমাদের বড় ভাই। সেই থেকে আমরা একই পরিবার। ডলির হাজবেন্ড আমার ব্যবসায়িক পার্টনার।’

নায়ক মান্না ডিজিটাল কমপ্লেক্সে আয়েজিত এই স্মরণসভায় উপস্থিত ছিলেন পরিচালক শাহ আলম কিরণ, শিল্পী চক্রবর্তী, নায়ক আলমগীর, এ আর জাহাঙ্গীর, নৃত্য পরিচালক ও অভিনেতা জাবেদ, নায়িকা অঞ্জনা, এস আলম, ওমর সানী, জায়েদ খান প্রমুখ।

এসি 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি