ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

শাকিব খানের নকল ‘পাসওয়ার্ড’, কি বললেন নির্মাতা

প্রকাশিত : ১০:৪৯, ১৩ জুন ২০১৯

এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা ‘পাসওয়ার্ড’। সিনেমাটি কতটা ব্যবসা সফল হয়েছে সেই আলোচনা এখন আর নয়। আলোচনা একটাই ‘পাসওয়ার্ড’ নাকি অন্য সিনেমার নকল। যদিও নকলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন নির্মাতা মালেক আফসারী।

গণমাধ্যমে দেওয়া তার বক্তব্য- তিনি কখনোই মৌলিক গল্পের সিনেমা নির্মাণ করেননি। সবসময় ১০টা সিনেমা দেখে একটা সিনেমা নির্মাণ করেন। তাই ‘পাসওয়ার্ড’কে নকল বলা যাবে না, এটা হচ্ছে গবেষণার ফল।

‘পাসওয়ার্ড’ নিয়ে মালেক আফসারী বলেন, ‘আমি একবার না দশবার বলেছি, ভারতের ২৭টা ভাষায় সিনেমা হয়। সেখানকার যেকোনো ভাষার সিনেমার নকল হিসেবে যদি পাসওয়ার্ড প্রমাণ করতে পারে, তাহলে আমি ১০ লাখ টাকা পুরস্কার দেবো। অনেকে দাবি করছেন তেলেগু ‘ডায়নামিক’র নকল, কিন্তু সেটা কেউই প্রমাণ করতে পারেনি।’

দক্ষিণ কোরিয়ান সিনেমার নকল কি-না সে প্রসঙ্গে তিনি বলেন, ‘সেই সিনেমাটি প্রথমে ফ্রান্সে, এরপর কোরিয়াতে ও পরে হলিউডেও নির্মাণ হয়েছে। ‘দ্য টার্গেট’র দৈর্ঘ্য ১ ঘণ্টা ৩৭ মিনিট, কিন্তু আমাদের সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ১৭ মিনিট। আমি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই নিয়ে যুক্তি দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘যারা নকল বলে সিনেমার প্রচার করছেন তাদের আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই। কারণ আমি কল্পনাও করিনি ১৭৭ থেকে প্রেক্ষাগৃহ ২০৪-এ যাবে। সবাই নকল বলে প্রচার করার জন্য এটা হয়েছে। কারণ মানুষের আগ্রহ আরও বেড়ে গেছে।’

উল্লেখ্য, ‘পাসওয়ার্ড’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। অ্যাকশন ও রোমান্টিক গল্পে সিনেমাটির স্ক্রিপ্ট লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। শাকিব খানের নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ইমন, অমিত হাসান প্রমুখ।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি