ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

সিয়াম-পুজার ‘সুতো কাঁটা ঘুড়ি’ প্রশংসিত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২২, ১১ জুন ২০১৮ | আপডেট: ১৪:২৫, ১১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সিয়াম ও পূজা অভিনীত ‘পোড়ামন টুর নতুন গান ‘সুতো কাঁটা ঘুড়ি প্রকাশ পেয়েছে গতকাল। এটি প্রকাশের ২৪ ঘণ্টা আগেই পাঁচ লাখের বেশি দর্শক গানটি ইউটিউবে দেখেছে। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ।

তিনি বলেন, সিনেমার টিজার, গান দর্শকরা বেশ পছন্দ করছে। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করছি, এবারের ঈদে দর্শক সিনেমা হলে গিয়ে ‘পোড়ামন টু’ উপভোগ করবেন।

গানটি লিখেছেন কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। কণ্ঠ দিয়েছেন আকাশ ও নদী । সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ সেন। গানের কোরিওগ্রাফি করেছেন কলকাতার জায়েস প্রধান। সিয়াম-পূজা ছাড়াও সিনেমাতে অভিনয় করেছেন বাপ্পারাজ, নাদের চৌধুরী, ফজলুর রহমান বাবু, আনোয়ারা, সাঈদ বাবু, রেবেকা, পিয়াল, চিকন আলী প্রমুখ।

সিনেমাটির গল্প লিখেছেন আব্দুল অজিজ ও রায়হান রাফি। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা, আহমেদ হুমায়ূন, কলকাতার আকাশ ও রাজা নারায়ণ দেব।

ঈদে মুক্তির জন্য সব রকম প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি