ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

৬০তম গ্র্যামি অ্যাওয়ার্ড

পপ ও র‌্যাপ-হিপহপের জয়জয়কার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ২৯ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৫:৫৩, ২৯ জানুয়ারি ২০১৮

সংগীত ভুবনের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’। সংগীতের বিভিন্ন শাখায় অবদান স্বরূপ ১৯৫৮ সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়। আমেরিকার ন্যাশনাল অ্যাকাডেমি অফ রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্স এই পুরস্কার ঘোষণা করে। ১৯৭১ সাল পর্যন্ত এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান নিউ ইয়র্ক এবং লস এঞ্জেলেসে উনুষ্ঠিত হতো।

২৮ জানুয়ারি ৬০তম গ্র্যামি অ্যাওয়ার্ডের চূড়ান্ত আসর অনুষ্ঠিত হয়েছে। অনেক চমক আর পরিবর্তন মিলিয়ে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ড অন্যান্য বছরের তুলনায় ছিলো কিছুটা আলাদা।

নিউ ইয়র্কের ৬০তম গ্র্যামির রাতটি ছিল ব্রুনো মার্সের। মার্কিন এই আরঅ্যান্ডবি তারকা একাই জিতে নিলেন সেরা তিনটি ক্যাটাগরির পুরস্কার। সেরা অ্যালবাম, সেরা রেকর্ড আর সেরা গান- এই তিন ক্যাটাগরিতে পুরস্কার পান তিনি। সেরা গানের পুরস্কার পায় তাঁর ‘দ্যাটস হোয়াট আই লাইক’। ‘দ্যাটস হোয়াট আই লাইক’ ভিউ হয়েছে ১১৫ কোটি বারের বেশি। আর সেরা অ্যালবাম টোয়েন্টিফোর’কে ম্যাজিক-এর টাইটেল ট্র্যাকটি ৯৩ কোটি বারের বেশি ভিউ হয়েছে।

এবার ছিল আরঅ্যান্ডবি, পপ আর র‌্যাপ-হিপহপের জয়জয়কার। এই ক্যাটাগরির শিল্পীদের পুরস্কারপ্রপ্তির প্রাধান্য ছিল চোখে পড়ার মতো।

 

নজরে ৬০তম গ্র্যামি অ্যাওয়ার্ডের পুরস্কারপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা দেখে নিন :

বছরের সেরা অ্যালবাম : ব্রুনো মার্স

বছরের সেরা গান : দ্যাটস হোয়াট আই লাইক (ব্রুনো মার্স)

বছরের সেরা রেকর্ড : টোয়েন্টিফোর`কে ম্যাজিক (ব্রুনো মার্স)

সেরা পপ একক : এড শিরান, শেপ অব ইউ

সেরা পপ কণ্ঠ (অ্যালবাম) : এড শিরান, ডিভাইড

সেরা নতুন শিল্পী : আলেসিয়া কারা

সেরা পপ দ্বৈত/গ্রুপ : পর্তুগাল, দ্য ম্যান, ফিল ইট স্টিল

সেরা পপ কণ্ঠ (ট্র্যাডিশনাল/অ্যালবাম) : ডে বেনেট (বিভিন্ন শিল্পী), প্রযোজক : টনি বেনেট সেলিব্রেট নাইনটি

সেরা ডান্স রেকর্ডিং : এলসিডি সাউন্ডসিস্টেম, টোনিট

সেরা ডান্স/ইলেকট্রনিক অ্যালবাম : ক্রাফটওয়ের্ক, থ্রি-ড দ্য ক্যাটলগ

সেরা মিউজিক ভিডিও : হাম্বল, কেনড্রিক ল্যামার

সেরা মিউজিক ফিল্ম : দ্য ডিফান্ট ওয়ানস

সেরা র‌্যাপ পারফর্মেন্স : কেনড্রিক ল্যামার ফিচারিং রিহানা, লয়্যালটি

সেরা সমকালীন ইনস্ট্রুমেন্টাল (অ্যালবাম) : জেফ লরবার ফিউশন, প্রোটোটাইপ

সেরা রক পারফর্মেন্স : লিওনার্ড কোহেন, সুলতানস কার্স

সেরা মেটাল পারফর্মেন্স : মাস্টোডন, সুলতানস কার্স

সেরা রক গান : ফু ফাইটার্স, রান

সেরা রক অ্যালবাম : দ্য ওয়ার অব ড্রাগস, আ ডিপার আন্ডারস্ট্যান্ডিং

সেরা অল্টারনেটিভ মিউজিক (অ্যালবাম) : দ্য ন্যাশনাল, স্লিপ ওয়েল বিস্ট

সেরা আরঅ্যান্ডবি পারফর্মেন্স : ব্রুনো মার্স, দ্যাটস হোয়াট আই লাইক

এর সঙ্গে আরও ৪৫টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

ব্যাতিক্রমি আসর

নিঃসন্দেহে গ্র্যামির এবারের আসর অন্যান্য বছরের তুলনায় ব্যাতিক্রম। কারণ সংগীতের অন্যতম জনপ্রিয় ধারা র‌্যাপ, হিপ-হপ এবং আরঅ্যান্ডবি (রিদম অ্যান্ড ব্লুজ) কে স্বীকৃতি প্রদান, ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ বিভাগে কোনো সাদা চামড়ার শিল্পী না থাকা, মেয়েদের এগিয়ে থাকা এবং অনলাইন ভোটিং পদ্ধতি চালু ইত্যাদি অনেক কারণেই আলোচিত এবং ইতিহাসে স্থান করে নেবে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ড।

কালোদের জয় জয়কার

আমেরিকায় সাধারণত র‍্যাপ, হিপ-হপ এবং আরঅ্যান্ডবি ধাঁচের সংগীতে কালোদের উপস্থিতি বেশি দেখা যায়। যথেষ্ট ব্যবসাসফল এবং অনেক নামি-দামি তারকা রয়েছেন এই ধারার সংগীতে। তবুও এই তিন ধারায় গ্র্যামিতে উপেক্ষিত তারা। প্রচুর সমালোচনাও হয়েছে বিগত বছরগুলোতে। এই ধারার শ্রোতাদের মধ্যে তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। গ্র্যামির এরকম পক্ষপাতিত্বমুলক আচরণে অনেক বড় বড় শিল্পী পুরস্কার বর্জনেরও সিদ্ধান্ত নেন। তাই আয়োজক কমিটির সদস্যরা এবারের আসরে এই তিন বিভাগের সংগীতকে সরাসরি স্বীকৃতি প্রদান করেন।

মজার বিষয় হচ্ছে গত আসরের উপস্থাপক জেমস করদেনকে ফিরিয়ে আনা হয়েছে এবারের গ্র্যামিতে। শুরুতে বিখ্যাত রক ব্যান্ড ‘ইউ টু’ এর সঙ্গে মঞ্চ মাতান এবারের আসরে ৭টি বিভাগে মনোনয়ন পাওয়া কেনড্রিক ল্যামার। এছাড়া মাইলি সাইরাস, এল্টন জন, রিহানা, কার্ডি বি, ব্রুনো মার্স, লেডি গাগাসহ অনেক তারকা গ্র্যামির মঞ্চ মাতিয়েছেন।

সূত্র : দ্য গার্ডিয়ান

গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ভিডিও দেখতে ক্লিক করুন :

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি