ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ডলি জহুরের জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ১৭ জুলাই ২০২০

দেশের খ্যাতনামা অভিনেত্রী ডলি জহুরের জন্মদিন আজ। ১৯৫৩ সালের ১৭ জুলাই তিনি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। এ কিংবদন্তী অভিনয় শিল্পী— মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রতে সমান ভাবে অভিনয় করেন। ১৬০টির বেশী চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময়ে ১৯৭৪-৭৫ সালের দিকে বিশ্ববিদ্যালয়ে অভিনয় শুরু করেন ডলি জহুর। পরবর্তীতে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। 

হুমায়ূন আহমেদ রচিত ‘এইসব দিন রাত্রি’ নাটকে অভিনয় করে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন। ডলি জহুর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘অসাধারণ’।

এছাড়া তার অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে- আগুনের পরশমণি, এবাদত, রং নাম্বার, একই বৃত্তে, কমন জেন্ডার-দ্য ফিল্ম, দারুচিনি দ্বীপ, দীপু নাম্বার টু, শুভ বিবাহ, হৃদয়ের কথা, মন বসে না পড়ার টেবিলে, মেঘলা আকাশ প্রভৃতি।

১৯৯২ সালে ‘শঙ্খনীল কারাগার’ সিনেমাতে অভিনয়ের জন্য প্রথমবারের মতো ডলি জহুর শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর তিনি একই পুরস্কার লাভ করেন কাজী মোরশেদ পরিচালিত ‘ঘানি’ সিনেমাতে অভিনয়ের জন্য।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি