ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

আজ মঞ্চে উঠবেন মোমেনা চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ২৮ আগস্ট ২০২০

করোনার দীর্ঘ বিরোতির পর আজ থেকে চালু হচ্ছে নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতি নাট্যমঞ্চ। আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নীলিমা ইব্রাহীম মিলনায়তনে মঞ্চায়িত হবে একক নাটক ‘লালজমিন’। নাটকটির ২৪৪তম প্রদর্শনী হতে চলেছে আজ।

শূন্যন রেপার্টরি প্রযোজিত এ নাটকটি লিখেছেন মান্নান হীরা, নির্দেশনায় সুদীপ চক্রবর্তী। এতে একক অভিনয় করছেন মোমেনা চৌধুরী। 

স্বাস্থ্যবিধি মেনে নাটকটি মঞ্চায়ন হবে বলে জানিয়েছেন মোমেনা চৌধুরী। এ ছাড়া জানা গেছে, মহিলা সমিতি মিলনায়তন পুরোপুরি জীবাণুমুক্ত করার পাশাপাশি আগত দর্শকদের শরীরের তাপমাত্রা মেপে হলে প্রবেশ করানো হবে। এ ছাড়া দর্শকদের মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনেই পুরো কার্যক্রম পরিচালনা করা হবে।

দীর্ঘ দিন পর মঞ্চে পা রাখা নিয়ে মোমেনা চৌধুরী বলেন, ‘যখন সিদ্ধান্ত নিলাম যে প্রদর্শনী করব এবং হলও পেয়ে গেলাম, তখন থেকেই কাজ শুরু করে দিয়েছি। কারণ মাঝে পাঁচ মাস বিরতি গেছে। ভেবেছিলাম সংলাপ ভুলে গেছি হয়তো। আমি বাসায় কাজের পাশাপাশি রিহার্সেল করছি। দেখলাম, সংলাপ ভুলিনি। একক অভিনয়ের নাটক এটি। আমি একা অভিনয় করব এতে। নাটকটি বেছে নেয়ার এটাও একটা কারণ। এছাড়া দৃশ্যসজ্জার কাজে আমার দুজন সহযোগী, একজন মিউজিক, আর লাইটের লোক থাকবেন শুধু। সব মিলিয়ে সমাগমটা কম।’

তিনি বলেন, ‘আসলে অন্যান্য কাজ করতে গিয়ে আমার সাহস হয়েছে যে মঞ্চেও কাজ করা যেতে পারে। মনে হলো মাস্ক পরে, দূরত্ব বজায় রেখে করা সম্ভব। তাছাড়া সবই যখন খুলেছে, তখন থিয়েটার কেন না? এর সঙ্গে অনেক কিছু সম্পৃক্ত। আমি নিজেই জুলাই থেকে শুটিং করছি। শুটিং মানে তো অনেক মানুষের সমাগম। একসঙ্গে দাঁড়িয়ে কাজ করতে হয়। মঞ্চে বরং দূরত্বটা বজায় রাখা যায়। সবকিছু চিন্তাভাবনা করে মনে হলো কিছু একটা করি।’ 

মোমেনা চৌধুরী বলেন, ‘আমি যখন মহিলা সমিতিতে যাই, আমাদের গাজী ফিরোজ ভাই ছিলেন। তিনি বললেন, ‘আপা আপনি সাহস করে একটা আবেদন করলে আমরাও সাহস করে দিতে পারব।’ আমি আবেদন করলাম। আমি একটা কথা বিশ্বাস করি, পৃথিবীটা সাহসী মানুষের। আমার দলের সদস্যরাও অনেক সাহসী। আমি সাহস করেছি। আশা করি উতরে যাব।’
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি