ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

নুসরাত কি পারবে জয়ী হতে?

প্রকাশিত : ১০:৩৯, ১৯ মে ২০১৯

ভারতের লোকসভা নির্বাচনের শেষ পর্বে রোববার ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের ১৫টি আসনে ভোট হবে। তার মধ্যে একটি রাজ্য হচ্ছে বসিরহাট। এই আসনে লড়ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছ্নে বিজেপির সায়ান্ত বসু ও সিপিআইয়ের পল্লব সেনগুপ্ত।

জল্পনা শুরু হয়েছে নুসরাত কি পারবে জয়ী হতে? একে নুসরাত বসিরহাটের মেয়ে, অভিনেত্রী হিসেবে জনপ্রিয়ও, তার ওপর এখানে তৃণমূলের সংগঠনও বেশ শক্তিশালী।

সব মিলিয়ে ভোটারদের অনেকের ভাষায়, নুসরাতকে প্রার্থী হিসেবে বেছে নিয়ে মমতা এক রকম ‘ছক্কাই’ মেরেছেন।

নুসরাত জাহান বৃহস্পতিবার ভোটের প্রচার শেষ করে তার জয়ের ব্যপারে আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে এই আসনে ২০১৪ সালে তৃণমূলের প্রার্থী ছিলেন ইদ্রিস আলী, লোকসভার সদস্যও হয়েছিলেন তিনি।

উল্লেখ্য, নুসরাত  মুসলিম পরিবারের মেয়ে। রাজনীতিতে একেবারেই আনকোড়া। তারপরও তার জনপ্রিয়তার কথা মাথায় রেখে তাকে প্রার্থী করেছেন মমতা।

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি