ঢাকা, বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫

করোনা : যুক্তরাষ্ট্রে ২ ট্রিলিয়ন ডলারের প্রস্তাব পাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ২৬ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের ধাক্কা সামাল দিতে ২ ট্রিলিয়ন ডলারের প্রস্তাব পাশ করেছে মার্কিন কংগ্রেস। সিনেটে পাশ হওয়া ওই প্রস্তাবটির বিপক্ষে কেউ ভোট দেননি। এটিকে দেশটির জন্য ঐতিহাসিক আখ্যা দেওয়া হয়েছে। ৯৬-০ ভোটে প্রস্তাবটি পাশ হয়।

শুক্রবার সকালে প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে তোলা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রস্তাবে অনুমোদন দিবেন বলে ইঙ্গিত দিয়েছেন।

২ ট্রিলিয়ন ডলারের মধ্যে ২৫০ বিলিয়ন ডলার ব্যক্তি ও পরিবারকে দেওয়া হবে, ৩৫০ বিলিয়ন ক্ষুদ্র ব্যবসায় ঋণ হিসেবে ব্যবহার করা হবে, বেকারত্ব ইনস্যুরেন্স খাতে ২৫০ বিলিয়ন এবং ৫০০ বিলিয়ন ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোকে দেওয়া হবে।

করোনাভাইরাস সামাল দেওয়া হাসপাতালগুলোকে দেওয়া হবে, ১৩০ বিলিয়ন ডলার এবং দেড়শ বিলিয়ন দেওয়া হবে অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারকে।  

এদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মোট আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়েছে। করোনায় মোট মৃত্যু হয়েছে ৯৪৪ জনের। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি