ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

জাকার্তায় আতশবাজি কারখানায় বিস্ফোরণ : নিহতের সংখ্যা বেড়ে ৪৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ২৬ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৮:০৮, ২৬ অক্টোবর ২০১৭

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমে এক আতশবাজি কারখানায় বিস্ফোরণের পর আগুনে পুড়ে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। পুলিশের মুখপাত্র আরগো ইউয়োনো মেট্রো টিভিতে বলেছেন, বৃহস্পতিবার এ ঘটনায় আরও অন্তত ৪৬ জন আহত হয়েছে। তাদেরকে কাছাকাছি তিনটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৪৭ টি মৃতদেহ পাওয়া গেছে।

কারখানাটিতে মোট ১০৩ কর্মীর কাজ করার সুস্পষ্ট তথ্য পাওয়া গেছে বলেও জানান ইউয়ানো।

ঘটনাস্থল থেকে দমকল কর্মী অনি সাহরোনি বলেছেন, নিহতদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না, তাদের দেহ পুরোপুরি পুড়ে গেছে।

এসবিএস নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তানগেরাং শিল্প এলাকার ওই আতশবাজি কারখানাটিতে আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছিলেন।

মেট্রো টিভিতে সম্প্রচারিত ছবিতে তানগেরাং এলাকার কারখানাটি থেকে ঘন ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে। পাশাপাশি কারখানাটির একাংশ ধসে পড়েছে এবং নিকটবর্তী গাড়িগুলো পুড়ে গেছে বলেও দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা সকালে দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।

হতাহতরা সবাই কারখানাটির কর্মী বলে মেট্রো টিভিকে জানিয়েছেন টোনি রুস্তোনি নামের স্থানীয় এক কর্মকর্তা। মাত্র দেড়মাস আগে কারাখানাটির কার্যক্রম শুরু হয়েছিল বলে জানিয়েছেন তিনি।  

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি