ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

মালয়েশিয়ার নিখোঁজ বিমান বোয়িং এমএইচ ৩৭০

খালি হাতেই ফিরতে হচ্ছে অনুসন্ধানকারীদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ২৯ মে ২০১৮

চার বছর আগে নিখোঁজ হওয়া মালয়েশিয়ান বোয়িং এমএইচ৩৭০টি বিমানটি উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। কোনো ধরণের হদিস ছাড়াই অবশেষে অভিযান সমাপ্তের ঘোষণা দিয়েছে প্রাইভেট প্রতিষ্ঠানটি। এদিকে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বিমানটি খুঁজতে নতুন কোনো উদ্যোগ নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে সরকার। তাই ঘটনার চার বছর পার হলেও এখনো পর্যন্ত কোনো হদিস মেলেনি মালয়েশিয়ার সেই বিমানটির।

যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘ওশান ইনফিনিটি’ বিমানটি খুঁজে বের করতে চার বছর ধরেই গভীর সাগরে জরিপ চালিয়ে আসছে। তবে দুঃখের বিষয়, ঘটনার চার বছর অতিক্রম করলেও এখনো পর্যন্ত বিমানটির কোনো হদিস মেলেনি।

২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার উদ্দেশে যাত্রা করে এমএইচ বোয়িং ৩৭০ বিমানটি। ওই সময় বিমানে ২৩৯ আরোহী ছিলেন বলে জানা গেছে। সরকারিভাবে গত বছরই বিমানটির খোঁজা কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়। তবে সরকারিভাবে সার্চিং বন্ধ রাখলেও যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা আশা ছাড়েনি। তবে অবশেষে তারাও শূন্য হাতে ফিরছেন। একে একে সবাই বিমানটি খোঁজার কার্যক্রম থেকে সরে আসায় আসলে বিমানটির ভাগ্যে কি ঘটেছিল, তা এখনো কেউ বলতে পারছেন না।

যুক্তরাষ্ট্রের ওশান ইনফিনিটি প্রায় ৮০ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে এ জরিপ কার্যক্রম পরিচালনা করে। সমুদ্রে খারাপ আবহাওয়ার কারণে তাই আগামী কয়েক মাস জরিপ কার্যক্রম বাধাগ্রস্থ হতে পারে, এমন শঙ্কাই সার্চিং কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ওশান ইনফিনিটি।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি