ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

সৌদি জোট থেকে সরে যাচ্ছে মালয়েশিয়া  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৭, ২৯ জুন ২০১৮

সৌদি জোট থেকে সরে যাচ্ছে মালয়েশিয়া। দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর অব্যহত হামলার ঘটনা আর সমর্থন করবে না মালয়েশিয়া। দেশটিতে নতুন সরকার আসার পর এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এজন্য সৌদি জোটে থাকা মালয়েশিয়ান সেনাদের ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।  

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ সাবু জানিয়েছেন, “গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে সেনা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত বাস্তাবয়নের জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুতি নিচ্ছে।

বৃহস্পতিবার মালেশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে মুহাম্মাদ সাবু এ তথ্য জানান।

সাক্ষাৎকারে তিনি বলেন, মালয়েশিয়া সৌদি আরবের যেমন বন্ধু থাকবে তেমনি তার প্রতিবেশী দেশগুলোরও বন্ধু থাকতে চায়। আমরা সৌদি আরবের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্বের অংশ হতে চাই না। আমরা এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়েরও সহযোগিতার অপেক্ষায় আছি; তারা এ বিষয়ে সাহায্য করবে।

উল্লেখ্য প্রায় গত তিন বছরের বেশি সময় ধরে সৌদি জোটের নেতৃত্বে বিরামহীনভাবে ইয়েমেনে বিমান হামলা চালানো হচ্ছে।

মালেশিয়ার এ সিদ্ধান্তের আগে দেশটির বিভিন্ন মানবাধিকার সংস্থা ইয়েমেন যুদ্ধে মালেশিয়ার সংশ্লিষ্টতা বন্ধ করার আহ্বান জানিয়েছিল। তারা দেশটির প্রতিরক্ষামন্ত্রীর কাছে মালয়েশিয়ার সেনাদের সৌদি আরবে অবস্থানের ব্যাখ্যা চেয়েছিল।

এসি   

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি