ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

বিলুপ্ত হলো জার্মানির স্পেশাল ফোর্সেস কমান্ড 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৮, ২ আগস্ট ২০২০

জার্মানির প্রতিরক্ষা দপ্তর তাদের স্পেশাল ফোর্সেস কমান্ড (কেএসকে) বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। প্রতিরক্ষা দপ্তর জানায়, এই স্পেশাল বাহিনীতে কট্টর ডানপন্থী ও নিও নাৎসি দীক্ষায় প্রভাবিত সদস্যরা থাকতে পারে এই আশংকায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। খবর ভয়েস অব আমেরিকা’র। 

প্রতিরক্ষামন্ত্রী ক্রাম্প করেনবাউর বলেছেন, তাদের নেয়া তদন্তে দেখা যায় কেএসকে বিশেষ বাহিনী সেনাবাহিনীতে একটি গোপন সেল সৃষ্টি করেছে এবং তারা নোংরা নেতৃত্বে নিয়োজিত প্রমাণিত হলে কেএসকে নিষিদ্ধ করা হয়। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একজন মুখপাত্র বলেন, ‘ডানপন্থী, বামপন্থী অথবা ইসলামিস্ট কারুরই জার্মানির সেনাবাহিনীতে জায়গা নেই। জার্মানির সেনা সংখ্যা ২,৫০০০০ বেশি।’

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি