ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

করোনা রোধে ভ্রমণ বিধিনিষেধ ইইউ নেতাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৪, ২২ জানুয়ারি ২০২১

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নেতারা বৃহস্পতিবার ইউরোপীয়দের অপ্রয়োজনীয় ভ্রমণ নিরুৎসাহিত করেছেন এবং করোনাভাইরাস প্রতিরোধ প্রচেষ্টায় কয়েকদিনের মধ্যে বিধিনিষেধ আসতে পারে বলে সতর্ক করেছেন।

মহামারির দ্বিতীয় ওয়েব মোকাবেলায় ইইউ ব্লকের ২৭টি দেশের সরকার প্রধানদের সঙ্গে ভিডিও লিংকের মাধ্যমে চার ঘন্টাব্যাপী সম্মেলনের পর ইউরোপীয়ান ইউনিয়ন প্রধান উরসুলা ভন ডার লেইন এবং চার্লস মিশেল এই সতর্কতা জারি করেন।

উচ্চ সংক্রমনশীল করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে তারা জরুরি পদক্ষেপ গ্রহনে জোরালো অবস্থান নিয়েছেন, করোনার এই নতুন ধরণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে এবং হাসপাতালগুলো চাপের মধ্যে পড়েছে। সাবেক ইইউ সদস্য ব্রিটেন এই পরিস্থিতি মোকাবিলা করছে।

এক সংবাদ সম্মেলনে ইইউ প্রধান বলেন, ‘দেশের ভেতরে এবং সীমান্ত পেড়িয়ে উভয় ক্ষেত্রে অপ্রয়োজনীয় সকল ভ্রমণ জোরালোভাবে নিরুৎসাহিত করা হচ্ছে।’

ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট মিশেল বলেন, অপ্রয়োজনীয় ভ্রমণ কমিয়ে আনতে বাড়তি আরো কড়া পদক্ষেপ নিতে হতে পারে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি