ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ব্রিটিশ পার্লামেন্ট স্থগিত অবৈধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৮, ২৪ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৯:২৯, ২৪ সেপ্টেম্বর ২০১৯

সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট লেডি হেল রায়

সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট লেডি হেল রায়

ব্রিটেনের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে প্রধানমন্ত্রী বরিস জনসন যেভাবে পার্লামেন্ট অধিবেশন স্থগিত করেছিলেন, তা বেআইনি।

এ মাসের শুরুতে প্রধানমন্ত্রী বরিস জনসন পাঁচ সপ্তাহের জন্য পার্লামেন্ট অধিবেশন স্থগিত করেন। তিনি বলেছিলেন, তার সরকারের নতুন নীতি পার্লামেন্টে রানির ভাষণের মাধ্যমে তুলে ধরার জন্য এই সময় দরকার। এমন খবর জানিয়েছে বিবিসি বাংলা

কিন্তু ব্রিটেনের সর্বোচ্চ আদালত বলেছে, ৩১শে অক্টোবর ব্রেক্সিটের সময়সীমার আগে পার্লামেন্টকে তার দায়িত্ব পালন থেকে বিরত রাখা ছিল ভুল পদক্ষেপ।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, তারা আদালতের রায় বোঝার চেষ্টা করছে।

সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট লেডি হেল রায় ঘোষণা করে বলেন, 'ব্রিটেনের গণতন্ত্রের মৌলিক বিষয়গুলোর ওপর প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের প্রভাব ছিল চরম।'

তিনি বলেন, "ব্রিটেনের রানিকে পার্লামেন্ট স্থগিত রাখার পরামর্শ দেয়া ছিল অবৈধ। কারণ কোন যুক্তিসঙ্গত কারণ ছাড়াই এর মাধ্যমে পার্লামেন্টকে তার সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষমতায় বাধা দেয়া হয়েছে।"

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি