ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

পেনশন সংস্কার

ফ্রান্সে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩, ৬ ডিসেম্বর ২০১৯

ফ্রান্সে সরকারি অবসর ভাতা কামানোর প্রতিবাদে করা বিক্ষোভে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আটক করা হয়েছে ৭০ জনকে।

কর্মবিরতি পালন করছে পুলিশ, আইনজীবী, হাসপাতাল কর্মী, স্কুল ও পরিবহন কর্মীসহ ৮ লাখেরও বেশি মানুষ। বন্ধ হয়ে পড়েছে রেল ও মেট্রো চলাচল। বাতিল হয় শতাধিক ফ্লাইট। বন্ধ রাখা হয় শিক্ষা প্রতিষ্ঠান। 

দেশটির ইতিহাসের সবচেয়ে বড় এ কর্মবিরতিতে বিভিন্ন স্থানে মিছিল হয়েছে। বেশ কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছুঁড়ে পুলিশ।

কিছু ট্রেড ইউনিয়ন নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর যতক্ষণ না অবসর গ্রহণের ব্যবস্থাটি বাতিল করছেন ততক্ষণ তাদের আন্দোলন চলবে। একটি মতামত জরিপে দেখা গেছে ১৮ থেকে ৩৪ বছর বয়সের ৬৯ শতাংশ জনগণ ধর্মঘটের পক্ষে সবচেয়ে শক্তিশালী সমর্থন দিয়েছে।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি