ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

ড্রোন বিক্রি নিয়ে তুরস্ককে রাশিয়ার হুঁশিয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ২৮ অক্টোবর ২০২১

ইউক্রেনের কাছে ড্রোন বিক্রির বিষয়ে তুরস্ককে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনকে এ ধরণের অস্ত্র দেওয়া হলে তা গোটা অঞ্চলে অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়াতে পারে।

এছাড়া এ ধরণের অস্ত্র ইউক্রেনের অভ্যন্তরীণ সংঘাত নিরসনেও কোনো কাজে আসবে না। খবর ফার্সটুডে

এর আগেও এই মুখপাত্র ইউক্রেনের কাছে তুর্কি অস্ত্র বিক্রির বিষয়ে সতর্ক করে বলেছিলেন, ইউক্রেনের কাছে তুরস্ক যে অস্ত্র বিক্রি করছে তা ঐ দেশের সরকার বিরোধীদের মোকাবেলায় ব্যবহার হোক তা চায় না রাশিয়া। 

কিছু দিন আগে ইউক্রেন তুরস্কের কাছ থেকে কয়েকটি ড্রোন কিনেছে। এরিমধ্যে ইউক্রেন এসব ড্রোন সরকার বিরোধীদের মোকাবেলায় ব্যবহার শুরু করেছে বলে খবর বেরিয়েছে। দুনবাস এলাকার একটি তেল স্থাপনায় এসব ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে বলেও কোনো কোনো সূত্র দাবি করছে।

ক্রিমিয়ায় বসবাসকারী তাতারী সম্প্রদায়ের সঙ্গে তুরস্কের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এ কারণে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তি ইস্যুতে ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছিল তুরস্ক। ২০১৪ সালের ১৬ মার্চ গণভোটের মাধ্যমে ক্রিমিয়া অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি