ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

আট সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষা ১২ জানুয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫১, ২৬ ডিসেম্বর ২০১৭

এক সঙ্গে আটটি সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ জানুয়ারি। “সিনিয়র অফিসার (সাধারণ)” পদে এক হাজার ৬৬৩টি শূন্য পদের জন্য এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের আসন বিন্যাসও দেওয়া হয়।

১০০ নম্বরের এ বহুনির্বাচনী পরীক্ষা বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হবে সাড়ে ৪টায়। ঢাকায় কেন্দ্রগুলোতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র নামিয়ে নিতে পারবে।

উল্লেখ্য, চলতি বছরেই এসব প্রতিষ্ঠানে এক হাজার ৬৬৩টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। সোনালী ব্যাংক লিমিটেডে ৫২৭টি, জনতা ব্যাংক লিমিটেডে ১৬১টি, রূপালী ব্যাংক লিমিটেডে ২৮৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৩৯টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৫১টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৩১টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে একটি ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ৭০টি পদ আছে বলে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আসনবিন্যাস দেখা যাবে লিঙ্ক-

https://erecruitment.bb.org.bd/career/jobopportunity_bscs.php

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি