ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

তেজগাঁও কলেজকে পরীক্ষা কেন্দ্র থেকে বাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৮, ২২ ফেব্রুয়ারি ২০১৮

নিয়োগ পরীক্ষায় সময় কেন্দ্রের অনিয়ম ও দুর্নীতির কারণে বির্তকিত রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রকে বাদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। আগামী ৯ মার্চ রূপালী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে রূপালী ব্যাংকের নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তিতে তেজগাঁও কলেজ কেন্দ্রের নাম নেই।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি ব্যাংকের নিয়োগ সংক্রান্ত বিষয় তদারকি করে। ওই কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন খানগণ মাধ্যমকে বলেন, ‘আমরা সব বিবেচনায় তেজগাঁও কলেজকে বাদ দিয়েছি।’

এর আগে তেজগাঁও কলেজে গত ২০ জানুয়ারি অগ্রণী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগের পরীক্ষা ছিল। এ সময় এক পরীক্ষার্থী একটি ইলেকট্রনিকস ডিভাইস বের করলে অন্য পরীক্ষার্থীরা এর প্রতিবাদ করেন। পরে পরীক্ষা শেষে ওই কেন্দ্রের প্রতিবাদ করা প্রার্থীদের ওপর হামলা করা হয়। পরবর্তীতে পরীক্ষার্থীরা তেজগাঁও কলেজ কেন্দ্রকে বাদ দেওয়ার জন্য বিক্ষোভ করেন।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি