ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

প্রস্তুতি নিচ্ছেন তো...

পরিসংখ্যান ব্যুরোয় ৫৯৩ নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ৫ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৩:২৮, ৫ অক্টোবর ২০১৭

জনবল নিয়োগ দেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বিভিন্ন পদে মোট ৫৯৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে আবেদন চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সরকারি প্রতিষ্ঠানে নিশ্চিত ক্যারিয়ার গড়ার প্রতিতি থাকলে আপনিও আবেদন করতে পারেন পরিসংখ্যান ব্যুরোয়। দেরি না করে আজই আবেদন করুন। তবে তার আগে বিজ্ঞপ্তিতে চোখ বুলিয়ে নিন একবার। মিলিয়ে নিন যোগ্যতার মাপকাঠি।


কোন পদে কতজন
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোয় থানা পরিসংখ্যানবিদ পদে ২১ জন, পরিসংখ্যান তদন্তকারী পদে ৬৯, পরিসংখ্যান সহকারী ১৩৮, জুনিয়র পরিসংখ্যান সহকারী ২৭১, ইনুমারেটর ৯, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৮, টেকনিক্যাল অপারেটর ২, জুনিয়র অপারেটর ৩, কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর ৫৮ এবং বুকবাইন্ডার পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে http://bit.ly/2kgoDvV ওয়েবলিংকে।

আবেদনের যোগ্যতা
১১টি পদের ভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থানা পরিসংখ্যানবিদ, পরিসংখ্যান তদন্তকারী, পরিসংখ্যান সহকারী পদে আবেদনের জন্য পরিসংখ্যান, অর্থনীতি, গণিত, ভূগোল, সমাজবিজ্ঞান এ পাঁচটির একটি বিষয়ে বিএসসি, বিএ অথবা বিকম পাস হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএসআরটি বা অন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে উচ্চতর ডিগ্রিধারীদের থানা পরিসংখ্যানবিদ ও পরিসংখ্যান সহকারী পদে অগ্রাধিকার এবং পরিসংখ্যান তদন্তকারী পদে অভিজ্ঞতা শিথিলযোগ্য।


জুনিয়র পরিসংখ্যান সহকারী ও ইনুমারেটর পদে আবেদনের যোগ্যতা পরিসংখ্যান, অর্থনীতি অথবা গণিতসহ এইচএসসি। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও কম্পিউটার মুদ্রাক্ষরিক পদেও আবেদনের যোগ্যতা এইচএসসি। জানতে হবে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং। পদ দুটোতে যথাক্রমে বাংলা ও ইংরেজিতে টাইপে প্রতি মিনিটে ২৫ ও ৩০ এবং ২০ ও ২০ শব্দের গতি হতে হবে। টেকনিক্যাল অপারেটর পদের জন্য প্রিন্টিং মেশিনারিজ পরিচালনায় এক বছরের অভিজ্ঞতাসহ স্নাতক অথবা গ্রাফিক আর্টস ইনস্টিটিউট থেকে ডিপ্লোমাধারী হতে হবে। অগ্রাধিকার পাবেন বিজ্ঞান বিভাগের প্রার্থী। জুনিয়র অপারেটর পদে প্রিন্টিং মেশিনারিজ পরিচালনায় দুই বছরের অভিজ্ঞতাসহ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।


ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে আবেদনের যোগ্যতাও এইচএসসি। ডাটা এন্ট্রি অপারেটিংয়ের স্ট্যান্ডার্ড অ্যাটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অগ্রাধিকার দেওয়া হবে বিজ্ঞান বিভাগের প্রার্থীদের। বুকবাইন্ডার পদে আবেদনের যোগ্যতা এইচএসসি। দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে, জানতে হবে প্রকাশনা, বাঁধাই ও পুনঃ বাঁধাইয়ের সব কাজ। উল্লেখিত পদগুলোতে শুধু বাংলাদেশী নাগরিকরাই আবেদন করতে পারবেন।


আবেদনের জন্য বয়সসীমা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ১৯ অক্টোবর ২০১৭ তারিখে ৩০ বছর। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সসীমা ৩২ বছর। তবে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বাদে অন্য পদে পরিসংখ্যান ব্যুরোর বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য।


জেলাকোটা
জেলা কোটা পূর্ণ হওয়ায় রাজবাড়ী, চাঁদপুর, লক্ষীপুর, দিনাজপুর, মাগুরা, বাগেরহাট, ঝালকাঠি ও পিরোজপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। একই গ্রেডের একাধিক পদে আবেদন করা যাবে না।

আবেদনের নিয়ম
আবেদন করতে হবে অনলাইনে। http://bbs.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফরম পাওয়া যাবে। নির্দেশনা মেনে অনলাইনে আবেদন পূরণ করতে হবে। আবেদনের সময় নির্ধারিত স্থানে ৩০০ বাই ৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পর ইউজার আইডি-এর প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। পরে ইউজার আইডি দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা পরিশোধ করতে হবে। পরীক্ষার ফি পরিশোধের জন্য টেলিটক প্রিপেইড নম্বরের মেসেজ অপশনে গিয়ে BBSUser ID লিখে সেন্ড করতে হবে ১৬২২২ নম্বরে। পরে ফিরতি মেসেজের নির্দেশনা অনুসারে তথ্য দিলে পরীক্ষার ফি পরিশোধ হয়ে যাবে। ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রবেশপত্রের বিষয়টি প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে।


ডেটলাইন
এরইমধ্যে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। আবেদন করা যাবে ১৯ অক্টোবর ২০১৭ পর্যন্ত।


আবেদনে যা লাগবে
প্রাথমিকভাবে কোনো কাগজপত্র লাগবে না। মৌখিক পরীক্ষার সময় লাগবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি। উপজাতি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, এতিমখানা নিবাসী, শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করা প্রার্থীদের সংশ্লিষ্ট সনদপত্র মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।


পরীক্ষার ধরন
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোয় বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষায় বরাদ্দ থাকবে ৭০ নম্বর। লিখিত পরীক্ষার প্রশ্ন হবে এমসিকিউ আকারে। উত্তীর্ণ প্রার্থীদের ডাকা হবে মৌখিক পরীক্ষার জন্য। পদ অনুসারে আলাদা প্রশ্ন হবে। প্রশ্ন করা হবে পদের শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে। নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য নবম-দশম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের ওপর নজর রাখতে হবে। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতিটি পদের জন্য এমসিকিউ পরীক্ষা হয় আলাদা প্রশ্নপত্রে। বাংলা ব্যাকরণ থেকে সন্ধিবিচ্ছেদ, সমাস, কারক বিভক্তি, এককথায় প্রকাশ, বাগধারা, ণত্ব বিধান, ষত্ব বিধান এবং সাহিত্য অংশে বিভিন্ন গল্প, কবিতা বা বইয়ের লেখকের নাম ও জীবনী থেকে প্রশ্ন আসে। ইংরেজিতে Tense, Parts of speech, Verb, Translation, Number, Gender, Narration, Voice Change, Correct From of Verbs, Pronunciation, Synonym, Antonym, Transformation of Sentence, Appropriate Word, Appropriate Preposition, Idioms and Phrases থেকে প্রশ্ন আসে। গণিতে শতকরা, সুদকষা, ঐকিক নিয়ম, অনুপাত, সমানুপাত, বাস্তব সমস্যা, লসাগু-গসাগু, লাভ-ক্ষতি, ভগ্নাংশ, উত্পাদক, সূচক, লগারিদম, বীজগণিতীয় সূত্র থেকে প্রশ্ন আসতে পারে। জ্যামিতি অংশ থেকে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, রেখা, কোণ, ক্ষেত্রফল ইত্যাদি বিষয়ে প্রশ্ন আসতে পারে। সাধারণ জ্ঞান থেকে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি থেকে প্রশ্ন থাকে। বাংলাদেশ বিষয়ে ভূ-প্রকৃতি, জলবায়ু, ইতিহাস ও সভ্যতা, সংস্কৃতি ও ভাষা-আন্দোলন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ রাষ্ট্রব্যবস্থা এবং আন্তর্জাতিক বিষয়াবলি থেকে সা¤প্রতিক সময়ে ঘটে যাওয়া আলোচিত বিষয়সহ নানা টপিক থেকে প্রশ্ন আসতে পারে। পদ অনুসারে হতে পারে টেকনিক্যাল প্রশ্নও।


বেতন ও সুযোগ-সুবিধা
জাতীয় বেতনক্রম ২০১৫ অনুসারে পরিসংখ্যান তদন্তকারী ও থানা পরিসংখ্যানবিদ ১১৩০০-২৭৩০০ টাকা স্কেলে বেতন পাবেন। পরিসংখ্যান সহকারী, জুনিয়র পরিসংখ্যান সহকারী ও ইনুমারেটর পদে ১১০০০-২৬৫৯০ টাকা, সাঁটমুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর ও টেকনিক্যাল অপারেটর পদে ১০২০০-২৪৬৮০ টাকা, জুনিয়র অপারেটর পদে ৯৭০০-২৩৪৯০ টাকা স্কেলে বেতন পাওয়া যাবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর ও বুক বাইন্ডাররা বেতন পাবেন ৯৩০০-২২৪৯০ টাকা স্কেলে।

যোগাযোগ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এফ অ্যান্ড এমআইএস, পরিসংখ্যান ভবন, ই-২৭/এ, আগারগাঁও, ঢাকা-১২০৭।




Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি