ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বেগম জিয়ার বিরুদ্ধে দুর্নীতির দুই মামলার পরবর্তি শুনানী ২৯ জুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ২২ জুন ২০১৭ | আপডেট: ১৮:৪৫, ১ জুলাই ২০১৭

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির দুই মামলার পরবর্তি শুনানী ২৯ জুন ধার্য করেছেন আদালত।
রাজধানীর বকসীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ ড. মোহাম্মদ আক্তারুজ্জামানের আদালত এ দিন ধার্য করেন। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চেরিটেবল ট্রাস্ট্রের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলার বিচারিক কার্যক্রমের শুনানীতে হাজিরা দেন খালেদা জিয়া। এদিন চ্যারিটেবল ট্রাস্ট দূর্নীতি সংক্রান্ত মামলায় তদন্তকারী কর্মকর্তাকে অসমাপ্ত পূন:জেরা অনুষ্ঠিত হয়। আর অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় লিভ টু আপিল বিচারাধিন থাকায় সময় আবেদন করা হয়। আদালত তা গ্রহণ করে দুই নতুন তারিখ নির্ধারণ করেন।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি