ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

তরল সোনাসহ চোরাচালান চক্র গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ২১ জুলাই ২০২১

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক ১৪ কেজি স্বর্ণ সহ তিনজন যাত্রীকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মঙ্গলবার সকাল ৫টায় এই তিন যাত্রী ঢাকায় অবতরণ করেন। 

বিমানবন্দরের কাস্টমস এলাকা অতিক্রমের পর গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট আর্মড পুলিশের গোয়েন্দা দল তাদের আটক করে বলে জানা যায়। 

কাস্টমস ফাঁকি দেয়ার জন্য বিশেষ পদ্ধতিতে স্বর্ণ গুড়া করে এক ধরনের তরলের সাথে মিশিয়ে পেস্টের মত করে এই স্বর্ণ নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। এমনটি জানান এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, টিকে ৭১২ ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের চেষ্টা হতে পারে এই গোয়েন্দা তথ্য পাওয়ার পর বিমানবন্দর এলাকায় সতর্ক অবস্থান নেয় এপিবিএন। নির্ধারিত ফ্লাইটটি ল্যান্ড করার পর কাস্টমস আনুষ্ঠানিকতা শেষ করার পর যাত্রী রিয়াজুল হাসান (৪৩), মোহাম্মদ আমিন (৩৫), মোকারাম খাঁন (৩৩) বিমানবন্দর ক্যানোপি এলাকায় আসলে তাদেরকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ। 

এসময় তাদের জিজ্ঞাসাবাদ করলে প্রথমে স্বর্ণ চোরাচালানের কথা অস্বীকার করলেও তল্লাশীর পর তাদের শরীরের বিভিন্ন অংশে বিশেষ কায়দায় এংকলেটের ভিতরে লুকায়িত অবস্থায় স্বর্ণ পাওয়া যায়। মোলায়েম পেস্টের মত এবং একধরনের তরলের উপস্থিতি লক্ষ্য করা যায় এই স্বর্ণে। তিনজন যাত্রীকেই তল্লাশীর পর তাদের কাছে প্রায় ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা যায় শুল্ক ফাঁকি দেয়ার উদ্দেশ্যেই এই বিশেষ কৌশলে তারা স্বর্ণ চোরাচালানের চেষ্টা করছিলেন। নরম এই স্বর্ণের দাম তুলনামূলক কম হওয়ায় বেশি লাভের আশায় এই স্বর্ণ তারা ঈদের আগে চোরাচালানের চেষ্টা করেন। ঢাকায় ব্যবসায়ীদের কাছে এই স্বর্ণ বিক্রি করার মাধ্যমে বড় অংকের অর্থলাভের লোভেই এই পথে পা বাড়ান তারা। ইস্তানবুলে এক ভারতীয় নাগরিকের কাছ থেকে তারা এই স্বর্ণ সংগ্রহ করেন বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মুল্য আট কোটি পঞ্চাশ লক্ষ টাকা। 
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি