ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বর্ষায় রাতের পার্টির জন্য চোখের সাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ৪ জুলাই ২০১৮ | আপডেট: ১৯:৪৫, ৪ জুলাই ২০১৮

পার্টিতে যাওয়ার আগে একটু মেকআপ করে স্নিগ্ধতার আবেশে নিজেকে মোড়াতে কার না ভালো লাগে! কিন্তু সেজেগুজে বের হওযার পর যদি মাথার উপর ঝুম বৃষ্টি পড়ে তা নষ্ট হয়ে যায় তাহলে কেমনটা লাগে সেটা যে সাজে সেই বুঝে।

তাই বৃষ্টির দিনের উপযোগী সাজ জানাটাও খুব দরকার। আসুন জেনে নেওয়া যাক বৃষ্টি ভেজা রাতের উপযোগী চোখের সাজ কেমন হবে-

১. রাতের সাজের জন্য প্রথমে চোখের পাতায় হালকা আই শ্যাডো দিয়ে বেস করে নিন। এবার চোখের পাতার উপর ঘেসে ও নিচের ওয়াটার লাইন ঘেসে পুরো চোখে কাজল দিয়ে নিন।

২. কাজল দেওয়া হলে এবার চোখের নিচের কাজল স্মাজ করে ব্লেন্ড করে নিন ব্রাশ দিয়ে।

৩. এর পর চোখের বাইরের কোনার উপর দিয়ে একটু গাঢ় রঙের আই শ্যাডো দিন এবং আগের শ্যাডোর সঙ্গে ব্লেন্ড করে নিন।

৪. এবার গাঢ় রঙের আই শ্যাডোর সঙ্গে মিলিয়ে চোখের উপরের পাতার আইলাইন বরাবর বাইরের দিকে একটু মোটা করে কাজল দিয়ে নিন।

৫. কাজল ব্রাশ দিয়ে স্মাজ করে আই শ্যাডোর সঙ্গে ব্লেন্ড করুন ভাল করে। এতে আই শ্যাডোয় স্মোকি ভাব আসবে চোখে।

৬. এবার চোখের ভেতরের কোণায় গোল্ডেন বা সিলভার পেন্সিল দিয়ে এঁকে নিন। গোল্ডেন বা সিলভার পেন্সিল না থাকলে আই শ্যাডো দিয়েই একে নিতে পারেন। ব্যাস, হয়ে গেল আপনার চোখের জমকালো সাজ।

এবার শুধু চোখের সাজের সঙ্গে মিলিয়ে গালে একটু রঙের ব্লাশন ও ঠোটে লিপস্টিক বা লিপগ্লসের ছোঁয়া দিয়ে দিন। আপনার দিন বা রাতের সাজ সম্পূর্ণ বৃষ্টির সময়ের জন্য। এই সাজ যদি বৃষ্টির কারণে নষ্টও হয়ে যায় তবে ঝটপট ঠিকঠাক করে ফেলতে পারবেন। তবে সাজসজ্জার উপকরণ ব্যাবহারের আগে মনে রাখবেন সাজের সরঞ্জাম যেন একদম ওয়াটারপ্রুফ হয়। না হলে পানির সংস্পর্শে এসে সাজ নষ্ট হয়ে গিয়ে আপনার কষ্টটাই মাটি হয়ে যেতে পারে।

সূত্র : জিনিউজ।

কেএনইউ/ এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি