ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

রাহাত খান স্মৃতি ফাউন্ডেশন গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৪, ১১ সেপ্টেম্বর ২০২০

সদ্য প্রয়াত খ্যাতিমান কথাশিল্পী ও সাংবাদিক রাহাত খানের অমূল্য কর্ম ও স্মৃতিকে ধরে রাখতে তার ছেলেমেয়ে, আত্মীয়পরিজন "রাহাত খান স্মৃতি ফাউন্ডেশন" নামে একটি সংস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

সংস্থাটি শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। প্রাথমিকভাবে জ্যেষ্ঠ সাংবাদিক ও লেখক রাহাত খানের ভাগ্নে আলিমুজজামানকে আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। 

এতে জানানো হয়, এ সংস্থায় রাহাত খানের ছেলেমেয়ে ও আত্মীয়স্বজন ছাড়া বাইরের কাউকে অন্তর্ভুক্ত করা হবে না। 

আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রয়েছেন রাহাত খানের ভাগ্নি লেখক ও ঢাকা সিটি কলেজের বাংলা বিভাগের প্রধান পারভীন সুলতানা, ছেলে ব্যবসায়ী আলী রেজা খান অপু, আলী হায়দার খান নীপু, যুক্তরাষ্ট্র প্রবাসী আলী শাফায়াত খান শুভ্র, হূদ্ধি খান (ছাত্র), মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী অর্থনীতিবিদ ও ব্যাংকার সাব্রিনা খান কান্তা, ভাগ্নি নাইমা মীর সিতু, নাতনি ডা. সারিতা আমিন সোনালী, প্রকৌশলী ইসিতা আমিন, নাতি চারুশিল্পী ও ডিজাইনার উৎস জামান, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র শীর্ষ জামান এবং ওয়ালি আহমেদ খান নিনিয়ান (ছাত্র)। পরে সংস্থার পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদের নাম ঘোষণা করা হবে।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি