ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সাংবাদিক ফকরে আলম আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ১৪ মে ২০২০ | আপডেট: ১৭:০৩, ১৪ মে ২০২০

সাংবাদিক ফখরে আলম মৃত্যবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। ৬১ বছর বয়সী ফখরে আলম বৃদ্ধা মা, স্ত্রী, দুই ছেলে-মেয়েসহ অনেক শুভাকাঙ্ক্ষি রেখে গেছেন।

বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাসা থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছেন তিনি।

এদিন বাদ আছর যশোর জিলাস্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শহরতলীর চাঁচড়া এলাকার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

মৃত্যুর আগ পর্যন্ত ফখরে আলম দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে তিনি জনকণ্ঠ, ভোরের কাগজ, বাংলাবাজার প্রভৃতি পত্রিকায় কাজ করেছেন। সাংবাদিকতা জীবনে তিনি মোনাজাত উদ্দিন স্মৃতি পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। কবি হিসেবেও তার ব্যাপক পরিচিতি ছিল। একসময় যশোর সাহিত্য পরিষদেও সক্রিয় ছিলেন তিনি।

কবিতা, সাংবাদিকতা, মুক্তিযুদ্ধ প্রভৃতি বিষয়ে ফখরে আলম অনেকগুলো বই লিখেছেন। যশোর শহরতলীর চাঁচড়া এলাকার বাসিন্দা তার বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি