ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

খাদিজা হত্যাচেষ্টা মামলার রায় ৮ মার্চ

প্রকাশিত : ১৯:২১, ৫ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:২১, ৫ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

সিলেটে কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টা মামলার রায় ৮ মার্চ। রোববার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা মামলার যুক্তি-তর্ক উপস্থাপন শেষে রায় ঘোষনার তারিখ নির্ধারন করেন। এ’সময় আদালতে উপস্থিত ছিল মামলার একমাত্র আসামি বদরুল আলম। পরে, সিলেট জেলা বারের প্রসিকিউটর এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ জানিয়েছেন, খাদিজার উপর হামলা পরিকল্পিতভাবে হয়েছে- বিষয়টি রাষ্ট্রপক্ষ আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আর আসামীপক্ষ বলছে, নেশাগ্রস্ত হয়ে এ কাজ করেছে বদরুল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি