মুক্তিযুদ্ধের সময় যারা সহযোগিতা করেছেন তাদের সহযোগি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি
প্রকাশিত : ২০:০৯, ৫ মার্চ ২০১৭ | আপডেট: ২০:০৯, ৫ মার্চ ২০১৭
মুক্তিযুদ্ধের সময় যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের তালিকা করে সহযোগি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হবে।
রোববার সকালে জাতীয় যাদুঘরে বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠন আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা জানান। তিনি বলেন, মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহন ছাড়াও সে সময় মুক্তিযোদ্ধাদের তথ্য প্রদান, আশ্রয় দেয়া ,খাবার পরিবেশন, অস্ত্র গোলা বারুদ সরবরাহসহ বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে দেশের অনেকেই । সারাদেশে বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং শহীদদের তালিকার পরপরই এই সহযোগী মুক্তিযোদ্ধাদের তালিকা করে স্বীকৃতি দেয়া হবে।
আরও পড়ুন