ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

মুক্তিযুদ্ধের সময় যারা সহযোগিতা করেছেন তাদের সহযোগি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি

প্রকাশিত : ২০:০৯, ৫ মার্চ ২০১৭ | আপডেট: ২০:০৯, ৫ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

মুক্তিযুদ্ধের সময় যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের তালিকা করে সহযোগি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হবে। রোববার সকালে জাতীয় যাদুঘরে বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠন আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা জানান। তিনি বলেন, মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহন ছাড়াও সে সময় মুক্তিযোদ্ধাদের তথ্য প্রদান, আশ্রয় দেয়া ,খাবার পরিবেশন, অস্ত্র গোলা বারুদ সরবরাহসহ বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে দেশের অনেকেই । সারাদেশে বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং শহীদদের তালিকার পরপরই এই সহযোগী মুক্তিযোদ্ধাদের তালিকা করে স্বীকৃতি দেয়া হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি