ঢাকা, রবিবার   ১০ আগস্ট ২০২৫

সাংসদ হারুন বললেন ‘যাহা লাউ তাহাই কদু’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ২৫ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ইসি গঠনের লক্ষ্যে আইনমন্ত্রী যে বিল উত্থাপন করেছেন তাকে 'যাহাই লাউ তাহাই কদু' বলে উল্লেখ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য বিএনপি নেতা হারুনুর রশিদ। এর আগে সার্চ কমিটির মাধ্যমে যে দুটি নির্বাচন কমিশন গঠন হয়েছিল তার বৈধতা দিতেই এই আইন প্রণয়ন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন গঠনের জন্য যে আইন প্রণয়ন করা হচ্ছে, তা বিতর্কিত বলেও মন্তব্য করেন তিনি। 

সংসদে তিনি বলেন, "উদ্বেগের সাথে বলতে চাই এই সার্চ কমিটির মাধ্যমে বিগত যে দুটি নির্বাচন কমিশন গঠনের মধ্যদিয়ে নির্বাচন কমিশনকে এতো প্রশ্নবিদ্ধ করেছে, আমি আপনার মাধ্যমে আইনমন্ত্রীকে স্পষ্টভাবে স্মরণ কররিয়ে দিতে চাই, ২০০৬ সালে যখন কে এম হাসানকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে বলেছিলেন, নির্বাচন কমিশন এবং তত্মবধায়ক সরকার ব্যবস্থার সংস্কার ছাড়া আমরা নির্বাচনে যাবোনা। ১৯৯৫-৯৬ সাল দীর্ঘ ১৭২ দিন হরতালের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী সেই সময় দাবি করেছিলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া আমরা কোনও নির্বাচনে যাবোনা।" 

তিনি বলেন, "এটা বলার অপেক্ষা রাখে না যে, বর্তমান যে নির্বাচন কমিশন যে সার্চ কমিটির মধ্যদিয়ে গঠিত হয়েছে, আমি আপনার মাধ্যমে আইনমন্ত্রীকে অনুরোধ করব, আগামী ফেব্রুয়ারি মাসে উনাদের মেয়াদ শেষ হবে, উনাদের বিরুদ্ধে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা এবং উনাদের বিরুদ্ধে যে সব দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলোর ব্যাপারে উনাদের আইনের আওতায় নিয়ে আসা খুবই জরুরী। কারণ আজ যে আইনটি উত্থাপন করা হয়েছে, আমি মাননীয় আইনমন্ত্রীকে সুস্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের সংবিধানে ১১৮ অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশে একটি নির্বাচন কমিশন থাকবে, উক্ত বিষয়ে প্রণীত কোনও আইনের বিধানবলি সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দিবেন।" 

এ ছাড়া তিনি বলেন, "ইতিপূর্বে সার্চ কমিটির মাধ্যমে যে দুটি নির্বাচন কমিশন গঠন হয়েছিল তার বৈধতা দিতেই এই আইন প্রণয়ন করা হয়েছে। এখানে নতুন কিছু নেই।"  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি