ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পাশাপাশি সজাগ থাকতে বলেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২০:২৪, ১২ জুলাই ২০১৬ | আপডেট: ২০:২৭, ১২ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

দেশে সন্ত্রাসী হামলার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পাশাপাশি সজাগ থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়ন অনেকের হিংসার কারণ, আর সেজন্যই সন্ত্রাসী হামলা ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। বিকেলে গণভবনে জেলা প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গুলশান ও শোলাকিয়ার সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর দেশের আইনশৃংখলা পরিস্থিতি ও করণীয় নিয়ে বিভিন্ন জেলা প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জন প্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। দেশের মানুষ ধর্মান্ধ নয়, উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন অনেকেই মেনে নিতে পারছেনা, তাই সন্ত্রাসী হামলা ঘটানো হচ্ছে। এমন হামলার পুনরাবৃত্তি হতে দেয়া যাবেনা। এজন্য প্রশাসন, আইনশৃংখলা বাহিনী থেকে শুরু করে আলেম ওলামা, মসজিদের ইমাম, শিক্ষকসহ সর্বস্তরের মানুষকে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহবান জানান তিনি। বিদেশীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মানুষকেও সহযোগিতা করার আহবান জানান প্রধানমন্ত্রী। প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জন প্রতিনিধিরাও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় জানান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি