২০তম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ১৬:৫৭, ৩১ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৫৭, ৩১ ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ২০তম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারন সভা।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ দেশ-বিদেশের প্রাণিবিজ্ঞানীরা। অনুষ্ঠানে বক্তারা, সুন্দরবনের সকল প্রজাতির সমীক্ষা করা ও এর আশপাশের বসবাসরত জনগোষ্ঠির বিকল্প আয়ের ব্যবস্থা করার সুপারিশ করেন। এছাড়া বনের ক্ষতি হয় এমন শিল্পকারখানা স্থাপন- নৌযান চলাচলের উপর বিধি নিষেধ আরোপের দাবিসহ মোট ১২টি সুপারিশ করেন।
আরও পড়ুন