ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

প্রথমবারের মতো নবম ও দশম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য ডিজিটাল বইয়ের কার্যক্রম শুরু

প্রকাশিত : ১৮:৪৯, ২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৪৯, ২ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

প্রথমবারের মতো নবম ও দশম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য ডিজিটাল বইয়ের কার্যক্রম শুরু হয়েছে। নতুন বছরের দ্বিতীয় দিনে রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর ফলে শিক্ষার্থীরা যেমন অনলাইনে নিজেদের পড়াশুনা করতে পারবে তেমনি শিক্ষকরাও পাবেন একটি পরিপুর্ণ গাইডলাইন। মুলত ই-লার্নিং কনটেস্টের আওতায় পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, সাধারন গনিত, ও ইংরেজীর অনুশীলনগুলো পাওয়া যাবে। সংশ্লিষ্টরা আশা করছেন শিক্ষা ব্যবস্থায় তথ্যপ্রযুক্তির এ ব্যবহার আশাব্যঞ্জক ফল বয়ে আনবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি