বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
প্রকাশিত : ১৩:৫৩, ৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৫৩, ৪ জানুয়ারি ২০১৭
ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। শুধু আন্দোলন-সংগ্রামে নয়, দেশের উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবে ছাত্রলীগ- প্রতিষ্ঠাবার্ষিকীতে এমন প্রত্যাশা সাবেক নেতাদের। আর আগামী দিনে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িতা দূর করে দেশের উন্নয়নে এগিয়ে যাবার শপথ বর্তমান নেতাদের।
শিক্ষা-শান্তি ও প্রগতির পতাকাবাহী ঐতিহাসিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৪৮ সালের ৪ জানুয়ারী, সময়ের দাবীতে সংগঠনটি প্রতিষ্ঠা করেন বাঙ্গালী জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বিদ্যার সঙ্গে বিনয়, শিক্ষার সঙ্গে দীক্ষা, কর্মের সঙ্গে নিষ্ঠা, জীবনের সঙ্গে দেশপ্রেম এবং মানবীয় গুনাবলীর সংমিশ্রন ঘটিয়ে বাংলাদেশ ছাত্রলীগ অতিক্রম করলো ৬৯টি বছর।
আগামী প্রজন্মকে বাংলাদেশ ছাত্রলীগের ঐতিহ্য ধরে রাখার আহবানও জানান সাবেক এই ছাত্রলীগ নেতা।
বর্তমানে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জঙ্গিবাদ দমনসহ উন্নয়নকে ব্যহত করা সব প্রতিবন্ধকতা প্রতিহত করতে দৃঢ় প্রতিঞ্জাবদ্ধ এ প্রজন্মের ছাত্রলীগ।
আগামী দিনে কোন অছাত্র যেন না ছাত্রলীগ না করতে পারে, একইসঙ্গে মুক্তিযুদ্বের চেতনায় বিশ্বাসী নয় এমন কেউ যেন সংগঠনে স্থান না পায় সেদিকে কড়া নজর রাখার কথা জানান বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি।
আরও পড়ুন