পৃথক সড়ক দুর্ঘটনায় দেশে ৬ জন নিহত
প্রকাশিত : ১৩:৪৬, ৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৪৬, ৪ জানুয়ারি ২০১৭
পৃথক সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ ও সাতক্ষীরায় ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৫ জন।
পুলিশ জানায়, দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর গোরস্থানের সামনে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ৪ জন নিহত হয়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। নিহতের সকলে সিএনজি অটোরিকশার যাত্রী। এদিকে সাতক্ষীরার তালায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত হয় আরো তিন জন। ভোরে জেঠুয়ায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন