দক্ষিণাঞ্চলে নদীপথে চর জেগে ওঠায় ব্যাহত হচ্ছে নৌযান চলাচল
প্রকাশিত : ১৩:৪১, ৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৪১, ৪ জানুয়ারি ২০১৭
দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম নদীপথে চর জেগে ওঠায় ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। অপরিকল্পিত ড্রেজিং এর অভাবে অনেক রুটেই লঞ্চ চলাচল বন্ধ হওয়ার পথে। তবে বরাবরের মতই সংকট নিরসনে আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ।
বরিশাল নদীবন্দর থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে চলাচল করে শতাধিক নৌ-যান। কিন্তুবিভিন্ন স্পটে চর জেগে ওঠায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। এতে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাচ্ছেন নদীপথে চলাচলকারী শত শত মানুষ।
বরিশাল-ভোলা, ভাষানচড়, হিজলা, টুঙ্গিবাড়িয়া ও পাতারহাটসহ বেশকিছু অভ্যন্তরীণ রুটে প্রতিনিয়তই ডুবোচরে আটকে যাচ্ছে নৌ-যান। পরিকল্পিত ড্রেজিংএর অভাবে এসব গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের লেগে যাচ্ছে দিগুণেরও বেশি সময়।
দক্ষিণাঞ্চলে যোগাযোগের প্রধান মাধ্যম নদীপথের এই সংকট নিরসনে শিগগিরই পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
নদীপথ সচল করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবে কর্তৃপক্ষ, এমনই দাবী দক্ষিণাঞ্চলবাসীর।
আরও পড়ুন