ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

নারীরা পুরুষের তুলনায় পিছিয়ে নেই বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৮:২২, ৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২২, ৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

দেশের নারীরা এখন পুরুষের তুলনায় কোন ক্ষেত্রে পিছিয়ে নেই বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শামসুন্নাহার হল অ্যালামনাই এসোসিয়েশনের তৃতীয় পূণর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, করুনা নয়, যোগ্যতা দিয়েই নারীদের এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ’সময় বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি একে আজাদ বলেন, অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী যাতে ঝরে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। পুনর্মিলনী অনুষ্ঠানে শামসুন্নাহার হলের সাবেক ও বর্তমান ছাত্রীরা অংশ নিচ্ছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি