৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো
প্রকাশিত : ১৮:১২, ৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১২, ৬ জানুয়ারি ২০১৭
পাঁচ জানুয়ারির নির্বাচন না হলে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো। শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে দেশ সেই বির্পযয় থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী।
চট্টগ্রামের পটিয়ায় সমাবেশে তিনি এ’সব কথা বলেন। সমাবেশে অন্যদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে র্যালি বের করা হয়। এদিকে, সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়েও মিছিল সমাবেশ হয়েছে। এতে, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতারা।
আরও পড়ুন