ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫

দোকান খুলতে শুরু করেছেন গুলশান ডিএনসিসি মার্কেটের ব্যবসায়িরা

প্রকাশিত : ১৯:০৭, ৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:১৩, ৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

আগুনের ক্ষত নিয়েই দোকান খুলতে শুরু করেছেন গুলশান ডিএনসিসি পাকা মার্কেটের একাংশের ব্যবসায়িরা। আর ধসেপড়া কাঁচা মার্কেটের দোকানিরা তাকিয়ে আছেন কর্তৃপক্ষের দিকে। তাদেরকে পুনর্বাসনের আশ্বাস দেয়া হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এদিকে, গত সোমবার রাতে লাগা আগুন দুর্ঘটনা নাকি নাশকতা তা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন মালিক সমিতির নেতারা। প্রায় সবই পুড়ে ছাই। দেখে বুঝার উপায় নেই কিসের দোকান। পরে জানা গেল এটি ক্রোকারিজের দোকান ছিল। একই অবস্থা ডিএনসিসি কাঁচা-পাকা মার্কেটের কয়েকশ’ দোকানের। তবে, পাকা অংশের মার্কেটে চলছে পরিচ্ছন্নতার কাজ। এরইমধ্যে সামনের অংশের বেশিরভাগ দোকান খোলা হয়েছে। ক্রেতা না থাকলেও চলছে পুড়ে যাওয়া মালামাল অপসারণ। শুক্রবার দুপুরেও কয়েকটি জায়গায় ধোয়া উড়তে দেখা যায়। তাই তৎপর রয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরাও। সিটি কর্পোরেশন থেকে দোকান খোলার অনুমতি পাওয়ার কথা জানিয়েছে পাকা মার্কেট কর্তৃপক্ষ। এদিকে, আগুনের সূত্রপাত নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন দুই অংশের মালিক পক্ষের নেতারা। দোকান মালিকদের প্রত্যাশা, ধাক্কা সামলে আবারো প্রাণচাঞ্চল্য ফিরবে ডিএনসিসি মার্কেটে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি