ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

এসআই কামরুল ইসলামের বাড়িতে থামছে না আর্তনাদ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ৫ জানুয়ারি ২০২১

রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত গুলশান থানার এসআই কামরুল ইসলামের বাড়িতে থামছে না আর্তনাদ। শোক কাটেনি সহকর্মীদেরও। এদিকে পুলিশ বলছে, কামরুলের মৃত্যু সাধারণ সড়ক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, সেই রহস্য উদঘাটনে চলছে তদন্ত।

গত ৩০ ডিসেম্বর রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন গুলশান থানার এসআই কামরুল ইসলাম।

কামরুলের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে এখন শুধু আর্তনাদ। অকালে স্বামীর এই মৃত্যু ভাবিয়ে তুলেছে স্ত্রীকে।

নিহত কামরুলের স্ত্রী শিরিন শিলা বলেন, আমার মেয়েটার দিকে তাকিয়ে যদি একটা ব্যবস্থা করতো তাহলে আমার জন্য ভালো হতো। মেয়েকে মানুষ করা লাগবে, আমার কোনকিছুই নেই। সে কিছু করে যায়নি।

পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির অপ্রত্যাশিত মৃত্যুতে শোকের সঙ্গে কপালে চিন্তার ভাঁজ বাবা-মায়ের।

কামরুলের মা জোবেদা খাতুন বলেন, আমার ওই ছেলের উপর সমস্ত আশা-ভরসা ছিল। সংসারের দায়িত্ব তার উপর ছিল।

বাবা আব্দুল আজিজ বলেন, কার ইন্ধনে এই ঘটনাটি ঘটানো হলো। শুনলাম, মোটরসাইকেল বাম দিকে পড়ে গেছে। মোটরসাইকেল ও অন্য কারও ক্ষতি হলো না আমার ছেলেটার এই রকম হলো। এটা কি ঠিক হলো।

কামরুলের প্রিয় কর্মস্থল গুলশান থানায় তার সহকর্মীরাও শোকাহত। সহকর্মীর মৃত্যুর বিচার চান তারাও।

সহকর্মীরা জানান, উনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল এবং সবার সঙ্গে যে বন্ধুসুলভ ব্যবহার- এটা এখনও আমাদের চোখের সামনে ভাসে। সবার গ্রহণযোগ্য একটা ব্যক্তি ছিল। আমরা আসলে শোকাহত ও মর্মাহত। 

এদিকে এই মৃত্যুর ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে। ডিএমপির উত্তরা বিভাগের ডিসি বলছেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ডিএমপি উত্তরা বিভাগের ডিসি মো. শহীদুল্লাহ বলেন, ঘটনাটিকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছি। এটা কি আসলেই নিছক দুর্ঘটনা, নাকি হত্যাকাণ্ড। এই বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এটার যদি অন্য কিছু হয়ে থাকে অবশ্যই আমরা ডিটেক করবো এবং আইনের আওতায় নিয়ে আসবো।

সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে বলেও জানান তিনি।

উত্তরা বিভাগের ডিসি আরও বলেন, সিসিটিভি ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং অন্যভাবেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ভিডিও :


এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি