ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

প্রকাশিত : ১৩:৫০, ৩১ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:০৬, ৩১ মার্চ ২০১৬

কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে দ্বিতীয় ধাপে দেশের ৬৩৯ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ। নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের গুলিতে ঢাকার কেরানীগঞ্জে এক শিশু ্ও যশোর সদরে এক ফেরিওয়ালা নিহত হয়েছে। এদিকে ভোট কারচুপিতে সহযোগিতা করায় যশোরে আটক করা হয়েছে এক সহকারি প্রিজাইডিং অফিসারকে। নির্বাচনী পক্ষপাতিত্ব সহিংসতার রূপ নেয় যশোরে চাচড়া আর নোয়াপাড়া ইউনিয়নে। চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া কেন্দ্রে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এক ফেরিওয়ালা। অপরদিকে  প্রতিপক্ষের গুলিতে নোয়াপাড়া ইউনিয়নের আলপাড়া কেন্দ্রে গুলিবিদ্ধ হয় একজন। এদিকে চুড়ামনকাটি ইউনিয়নে ভোট কারচুপিতে সহযোগিতা করায় সহকারি প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ বিন আকবরসহ ২ জনকে আটক করা হয়েছে। নির্বাচনী সহিংসতায় কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষের গুলিতে মারা গেছে ১০ বছরের এক শিশু, এসময় গুলিবিদ্ধ হয় আরো ৫ জন। এদিকে ভোলার রাজারপুর ও পুর্বইলিশা ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। টানা তিন ঘন্টার সংঘর্ষে এক সাংবাদিক গুলিবিদ্ধসহ আহত হয় অর্ধশতাধিক। সিরাজগঞ্জের বহুলী ইউনিয়নের ধীতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২শ ব্যালট পেপার ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন প্রিজাইডিং অফিসার। এসময় ৬ রাউন্ড গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে সকালে ভোট গ্রহণ শুরুর পরপরই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন ৪ জন। সাময়িকভাবে বন্ধ রাখার পর পুনরায় চালু হয় ভোট গ্রহণ। এদিকে দ্বিতীয় দফায় বন্দর নগরী চট্টগ্রামের সীতাকুন্ড, মীরসরাই এবং স্বন্দীপের ৩০টি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কয়েকটি কেন্দ্র থেকে এজন্টদের বের করে দেয়ার অভিযোগ আসলেও প্রশাসন বলছে, শান্তিপূর্ন নির্বাচনের সব ব্যবস্থা করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতীকর ঘটনা ছাড়াই সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মেহেরপুরের মুজিনগরের ৪ টি ইউপিতে উৎসব মুখর পরিবেশে ভোট দেন ভোটাররা । শেরপুরে শ্রীবর্দী সদর ইউনিয়নে একটি কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার  ঘটনায় আহত হয় ১০ জন। কুড়িগ্রামের ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই চোখে পড়ে ভোটারদের উপচে পড়া ভিড়। নারী ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি। এছাড়া উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম, নীলফামারী, মানিকগঞ্জ, শেরপুর, নেত্রকোনা, হবিগঞ্জ, নওগাঁ আর ঠাকুরগাঁয়ের ভোটগ্রহন সম্পন্ন হয়। সুষ্ঠু নির্বাচনে আনসার ও পুলিশ ছাড়াও মাঠে রয়েছে ম্যাজিষ্ট্রেটদের¡ স্টাইকিং ফোস।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি