ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

শহীদ ইব্রাহিমের পরিবারের পাশে প্রধানমন্ত্রী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪২, ৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২২:৪৩, ৬ সেপ্টেম্বর ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮৪ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ এইচএম ইব্রাহিম সেলিমের পরিবারের সহায়তায় এগিয়ে এসেছেন।   

প্রধানমন্ত্রী আজ বিকেলে গণভবনে এক অনুষ্ঠানে শহীদ সেলিমের কন্যা নুসরাত জাহান ইব্রাহিমকে তাদের নিজ শহরে ১৫ শতাংশ জমি দান করেন।

শেখ হাসিনা নুসরাতের স্বামী মো. কামরুজ্জামানকে একটি বেসরকারি ব্যাংকে চাকরিও প্রদান করেন। এ সময় বাউফল পৌর সভার চেয়ারম্যান জিয়াউল হক জুয়েল উপস্থিত ছিলেন।

স্বৈরাচারি এরশাদ বিরোধী আন্দোলনের সময় ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর গুলিস্তান এলাকায় একটি ছাত্র মিছিলে পুলিশ ট্রাক উঠিয়ে দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই নেতা সেলিম ও কাজী দেলওয়ার হোসেন নিহত হন।

এসি   

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি