ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

প্রধানমন্ত্রী দেশের মানুষের মনের ভাষা বোঝেন : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ১২ অক্টোবর ২০২০

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড রাখার বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগ নিয়েছেন। আমার মনে হয়, মানুষের মনের ভাষা প্রধানমন্ত্রী বোঝেন। এটি এখন জনদাবিতে পরিণত হয়েছে। কাজেই তাদের এ দাবিকে অবশ্যই আমরা স্বীকৃতি দেবো। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘সর্বোচ্চ সাজা নিশ্চিত হলে ধর্ষকদের মধ্যে একটি ভীতিও থাকবে। নরীর প্রতি সহিংসতা ও ধর্ষণ বন্ধ করতে হলে এ ধরনের কঠোর আইন প্রয়োগ করতে হবে।’

তিস্তা চুক্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদি অত্যন্ত আন্তরিক জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দু’দেশ আলোচনা করে সমাধানে ইতিবাচক অগ্রগতি হয়েছে। দু’দেশের সরকার মধ্যে সম্পর্কে কৃত্রিম দেয়াল আর নেই। এখন সম্পর্ক নতুন উচ্চতায় উন্নিত হয়েছে।’

সড়ক যোগাযোগ অবকাঠামো নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা হয়েছে। সেই সঙ্গে কাজ চালিয়ে যেতে আলোচনা হয়েছে বলেও জানান সরকারের এ মন্ত্রী।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি