ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০ পিএম, ৮ আগস্ট ২০২১ রবিবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নগদ অর্থ সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সেই সাথে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জিলুফা সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপ-পরিচালক শাহনাজ পারভীন, প্রেসক্লাব সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, দৈনিক খবর পত্রিকার সম্পাদক ছানালাল বকসী প্রমুখ। 

এসময় জেলার হতদরিদ্র ও অসহায় ৬৩ জন মহিলাকে সেলাই মেশিন ও ৩০ জন মহিলাকে নগদ ২ হাজার টাকা প্রদান করা হয়।
কেআই//