ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

জেলের জালে ধরা পড়লো সাড়ে ৩ মণ ওজনের বিরল প্রজাতির মাছ

কুয়াকাটা ও কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৮ এএম, ২০ আগস্ট ২০২২ শনিবার

বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি ব্লু-মার্লিন ফিস। এটির ওজন ১শ’ ৩৫ কেজি। 

শুক্রবার (১৯ আগস্ট) বিকালে মাছটি কুয়াকাটার আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মাসুদ মোল্লার আড়তে নিয়ে আসা হয়। এর আগে বৃহস্পতিবার সকালে বঙ্গোপসারের সোনার চর পয়েন্টে মিলন মাঝীর ট্রলারে মাছটি ধরা পড়ে। 

এসময় এ মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। 

উপকূলে এ মাছের চাহিদা কম থাকায় বাচ্চু মিয়া নামের এক মাছ ব্যবয়াসী এটিকে ১৫ হাজার টাকায় কিনে নেন। 

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছের বৈজ্ঞানিক নাম ম্যাকাইরা নিগরিক্যানস। এটি অনেক দ্রুত গতির। ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার দৌড়াতে পারে। 

ব্লু-মার্লিন সাধারণত প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে দেখা যায় বলে জানান তিনি।

এএইচ