ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

পানির এটিএম বুথ

প্রকাশিত : ০৩:২৭ পিএম, ৬ জুলাই ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৫:১৫ পিএম, ৬ জুলাই ২০১৭ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের বিষয়টি খুবই পরিচিত একটি বিষয়। কিন্তু এটিএম বুথের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পানি উত্তোলনের বিষয়টি বাংলাদেশে একেবারেরই নতুন। আর এ পদ্ধতিটি চালনু করেছে ওয়াসা।

প্রথমবারের মতো রাজধানী ঢাকার ফকিরাপুলে ওয়াসা সম্প্রতি তাদের পানির পাম্পে ডিজিটাল বুথ চালু করেছে।


ব্যাংকের এটিএম মেশিনের মতই এই বুথ থেকে প্রিপেইড কার্ড দিয়ে বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে। বুথ ইনচার্জ মো. জুয়েল হোসেন আকন্দ বলেন, “জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও এককালীন জামানত মূল্য হিসেবে ২০০ টাকা দিয়ে প্রিপেইড কার্ড সংগ্রহ করা যায়। এই প্রিপেইড কার্ড ব্যবহার করে বুথ থেকে পানি নেওয়া যাবে।


তিনি আরও জানান, এই কার্ডে একশ টাকা থেকে সর্বোচ্চ এক লক্ষ টাকা রিচার্জ করা যায়। ফকিরাপুলের এই বুথটিতে এ সেবা সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে।


চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২২ তারিখের পূর্ব পর্যন্ত এখান থেকে পানি নিতে কোনো টাকা গুনতে হতো না। তবে বর্তমানে এখান থেকে লিটার প্রতি পানির জন্য ৪০ পয়সা গুনতে হয় গ্রহকদের।


দৈনিক এ বুথ থেকে সাড়ে ১১ হাজার থেকে ১২ হাজার লিটার পানি নিচ্ছেন বলে জানান বুথ ইনচার্জ।