ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

নারীর জন্য সেরা শীত সুগন্ধি

প্রকাশিত : ০৭:০০ পিএম, ৩১ অক্টোবর ২০১৮ বুধবার

কেবল ফুলের সৌরভে মন ভোলানো সুগন্ধিই নয়, বর্তমানে নারীরা সুগন্ধিতে খোঁজেন কাঠ, চামড়া, সাইট্রাস ফলের গন্ধও। আর প্রসিদ্ধ ব্র্যান্ডগুলোও নারীদের এসব পছন্দকে দেখছে বেশ গুরুত্বের সঙ্গে। আর তাই তো বছর শেষে শীতের আগ দিয়ে বিশ্বের সেরা সুগন্ধি ব্র্যান্ডগুলো নারীদের জন্য উপহারস্বরূপ নিয়ে এসেছে বিশেষ কিছু সুগন্ধি। নজর বুলিয়ে নিন একবার—

ডিওর: সুগন্ধি ব্র্যান্ডগুলোর মধ্যে ডিওরের নাম না তুললেই নয়। এসেছে স্বনামধন্য এ ব্র্যান্ডের এলিগ্যান্ট জয় নামক একটি সুগন্ধি। যাতে রয়েছে বার্গামোট, ম্যান্ডারিন, গোলাপ ও চন্দনের সুগন্ধ। চমত্কার মিশ্রণের এ সুগন্ধি হয়ে উঠতে পারে ফ্যাশন সচেতন নারীর রোজকার অনুষঙ্গ। ডিওরের ওয়েবসাইট থেকেই কিনতে পাওয়া যাবে নতুন এ সুগন্ধিটি।

ডলচে ও গাব্বানা: ডলচে ও গাব্বানা এসেছে ভ্রমণপ্রিয় নারীদের জন্য নতুন এক সুগন্ধি নিয়ে। দি ওনলি ওয়ান বলে অভিহিত এ সুগন্ধির টপনোটে রয়েছে বার্গামোট, হার্টনোটে কফি এবং আইরিস ও বেসনোটে রয়েছে ভ্যানিলার সুগন্ধ। ডলচে ও গাব্বানার মিষ্টি গন্ধেও সুগন্ধিগুলোর মধ্যে এটি অন্যতম। অনলাইনে কিনতে হলে ঢুঁ দিতে পারেন বুটস ডট কমে।

রাল্ফ লরেন: নারীত্ব ও নারীর নেতৃত্বদানের কথা মাথায় রেখে তৈরি হয়েছে রাল্ফ লরেনের উইমেন সুগন্ধিটি। স্বচ্ছ স্বর্ণাভ বোতলে আসা এ সুগন্ধিতে মেশানো রয়েছে রজনীগন্ধা ও চন্দনকাঠের সুগন্ধ।

কেলভিন ক্লেইন: নারীর সৃজনশীলতা ও জনপ্রিয়তাকে অনুপ্রেরণা জোগানে কেলভিন ক্লেইন উইমেন সুগন্ধিটি এসেছে। যার হার্টনোটে রয়েছে কমলালেবুর ফুল, বেসনোটে রয়েছে চন্দনকাঠ ও টপনোটে রয়েছে ইউক্যালিপটাসের সুগন্ধ। সকাল বা রাত যেকোনো সময়ে ব্যবহারের জন্যই উপযোগী এ সুগন্ধি।

সূত্র: ভোগ