ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

সরকারের দোষ দিয়ে লাভ নেই,সব ইসির হাতে

প্রকাশিত : ১১:৪০ এএম, ১০ নভেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৩:০৯ পিএম, ১০ নভেম্বর ২০১৮ শনিবার

নির্বাচন সংক্রান্ত বিষয়ে সরকারের দোষ দিয়ে লাভ নেই, সবকিছুই ইসির হাতে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলে তিনি।

তিনি বলেন, সরকারকে দোষ দিয়ে লাভ নেই। সরকারের হাতে কোনো কিছু নেই। সবকিছু নির্বাচন কমিশনের হাতে।

ঐক্যফ্রন্ট বিষয়ে তিনি বলেন, ঐক্যৈফ্রন্টের হতাশার মধ্যেও আশার আলো আছে। আশা করি তারা নির্বাচনে আসেবে।