ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১ ১৪৩২

চট্টগ্রামে তোয়ালে কারখানার গুদামে আগুন

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ১৩ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০২:৩৮ পিএম, ১৩ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার

চট্টগ্রামের সিইপিজেডের একটি তোয়ালে কারখানার গুদামে আগুনে পুড়ে গেছে বিপুল পরিমান তোয়ালে। বৃহস্পতিবার ভোরে সিইপিজেডের ৫ নম্বর সেক্টরের মিতালী টেক্সটাইল লিমিটেড নামে একটি কারখানায় এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। সিগারেটের আগুন থেকে এর সুত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।