ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪,   বৈশাখ ৩০ ১৪৩১

রাজশাহীতে শহীদদের স্মরণে নির্মিত প্রথম স্মৃতিস্তম্ভটির এখনও স্বীকৃতি মেলেনি

প্রকাশিত : ১০:৫১ এএম, ৬ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ১০:৫১ এএম, ৬ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার

এখনও স্বীকৃতি মেলেনি রাজশাহীতে ভাষা শহীদদের স্মরণে নির্মিত প্রথম স্মৃতিস্তম্ভটির। ১৯৫২ সালের ২১ ফেব্র“য়ারি রাতেই রাজশাহী কলেজের মুসলিম হোস্টেলের পাশে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন ভাষাসৈনিকরা। তবে এখানে ৫২ ফুট উচ্চতার শহীদ মিনার নির্মাণ করা হবে বলে জানান, কলেজ কর্তৃপক্ষ। ভাষাসৈনিকদের স্মৃতি আর একমাত্র এই ছবিটিই ভাষা শহীদদের স্মরণে নির্মিত প্রথম শহীদ মিনারের সাক্ষী। ২১শে ফেব্র“য়ারি রাতেই ঢাকায় মিছিলে পুলিশের গুলিতে ছাত্র হত্যার খবর পৌঁছে যায় তৎকালীন রাজশাহী কলেজের অধ্যক্ষ আবদুল মোমিন চৌধুরীর কার্যালয়ে। সাথে সাথে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর নেতৃত্বে কলেজিয়েট স্কুলের সামনে থেকে মিছিল বের করা হয়। রাতেই নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ। পরে পুলিশের সহযোগিতায় মুসলিম লীগ কর্মীরা তা ভেঙ্গে ফেলে। পরবর্তীতে স্থানটিতে একটি শ্রদ্ধা-স্মারক নির্মাণ করা হয়। এখানে ৫২ ফুট উচ্চতার একটি শহীদ মিনার নির্মাণ করার কথা জানায় কলেজ কর্তৃপক্ষ। শহীদদের স্মরণে নির্মিত এই স্মৃতিস্তম্ভটিকে দেশের প্রথম শহীদ মিনার হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি রাজশাহীবাসীর।